
টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিশ্বজুড়ে সমাদৃত। এই ঐতিহ্যবাহী শাড়ি টাঙ্গাইল জেলায় তৈরী হয় এবং এই জেলার নামেই এর নামকরণ করা হয়েছে।
ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি
ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি
ঈদ কিংবা পূজা পার্বণে আবহমান বাঙ্গালী নারীর পছন্দ এই টাঙ্গাইল শাড়ি। বলা যেতে পারে, টাঙ্গাইল তাঁতের শাড়ির প্রতি রয়েছে নারীর আলাদা টান। বাহারি রঙ আর আধুনিক কারুকার্যের টাঙ্গাইল শাড়ি সহজেই নারীর মন আকর্ষণ করে। ঈদ সামনে রেখে জমে উঠেছে টাঙ্গাইল তাঁতের শাড়ির বাজার। টাঙ্গাইল তাঁতের শাড়ির বৈচিত্র আর নতুনত্ব ঈদকে উপলক্ষ করে আরও একধাপ এগিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এসব শাড়ি ছড়িয়ে পড়েছে সারা দেশ এবং দেশের বাইরেও।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে বাহারি ডিজাইন ও আধুনিক কারুকার্যের শাড়ি তৈরি হচ্ছে টাঙ্গাইলে। যা নারীদের মন সহজেই আকর্ষন করে। দেখতে পছন্দনীয়,পরনেও আরামদায়ক। মাপে ১৪ হাত এবং নরম মোলায়েম এবং পরতে আরাম। ঐতিহ্যবাহী এই তাঁত শিল্পের বৈপ্লবিক পরিবর্তন এনেছে টাঙ্গাইলের সফট সিল্ক ও কটন শাড়ি। এই শাড়ির বুনন ও ডিজাইন দৃষ্টি কাড়ে। karimaeshop.com is Online Shopping for Man & Women Fashion in BD – https://www.karimaeshop.com
রপ্তানি
টাঙ্গাইল তাঁতের শাড়ির বিশ্বের বিভিন্ন দেশে ব্যপক চাহিদা আছে এবং ইন্ডিয়া, আমেরিকা, জাপান, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। বিশেষত টাঙ্গাইল শাড়ি ভারতে খুব সমাদৃত। প্রতি সপ্তাহে ভারতে ৫০০০০ টাঙ্গাইল শাড়ি রপ্তানি হয়
টাঙ্গাইল শাড়ির প্রকারভেদ
সুতি শাড়ি
আধা-রেশমি শাড়ি (হাফ সিল্ক শাড়ি)
সফট সিল্ক শাড়ি
সুতি জামদানি শাড়ি
গ্যাস-মারচেন্ডাইযড শাড়ি
টুইস্টেড-সুতি শাড়ি
ডাংগ্য শাড়ি
বালুচুরি শাড়ি
টাঙ্গাইল তাঁতের শাড়ির বিশ্বের বিভিন্ন দেশে ব্যপক চাহিদা আছে এবং ইন্ডিয়া, আমেরিকা, জাপান, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। বিশেষত টাঙ্গাইল শাড়ি ভারতে খুব সমাদৃত। প্রতি সপ্তাহে ভারতে ৫০০০০ টাঙ্গাইল শাড়ি রপ্তানি হয়
টাঙ্গাইল শাড়ির প্রকারভেদ
সুতি শাড়ি
আধা-রেশমি শাড়ি (হাফ সিল্ক শাড়ি)
সফট সিল্ক শাড়ি
সুতি জামদানি শাড়ি
গ্যাস-মারচেন্ডাইযড শাড়ি
টুইস্টেড-সুতি শাড়ি
ডাংগ্য শাড়ি
বালুচুরি শাড়ি
No comments:
Post a Comment